আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ছিল যুক্তরাষ্ট্র কিউবার নবতর সম্পর্ক এবং কিউবায় প্রেসিডেন্ট ওবামার ঐতিহাসিক সফর। কিউবা সফরের মধ্য দিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামা শীতল যুদ্ধের শেষাংশের অবসান ঘটালেন। দীর্ঘ ৮৮ বছর পর এই প্রথম আমেরিকার কোন রাষ্ট্র প্রধানের কিউবা সফরের মধ্যে দিয়ে উন্মোচিত হল আরেক যুগের।
আর তারই সূত্রধরে আমাদের শ্রোতাদের প্রশ্ন জিজ্ঞাসা আর বিশেষজ্ঞদের আলোচনার আসর।আজ আমাদের অনুষ্ঠানে সংগে যোগ দেন দু’জন বিশেষ অতিথি। যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্য থেকে যোগ দিচ্ছেন ডক্টর আলী রীয়াজ। ডঃ রীয়াজ ইলিনয় বিশ্ববিদ্যালয়ের, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক আলী রিয়াজ আপনাকে স্বাগত জানাচ্ছিএবং নিউ ইয়র্ক শহর থেকে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সাংবাদিক-সংবাদ বিশ্লেষক সৈয়দ মোহম্মদ উল্লাহ আপনাকে আসরে স্বাগত জানাচ্ছি।
সেই সংগে শ্রোতারা যারা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং অনুষ্ঠান শুনেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ।।
বিস্তারিত শুনতে অডিও ব্যবহার করুণ।