অ্যাকসেসিবিলিটি লিংক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ১০ জন জঙ্গীর মৃত্যুদন্ড বহাল


গোপালগঞ্জের কোটালিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোমা বিস্ফোরণে হত্যা চেষ্টা মামলায় ১০ জন জঙ্গীর মৃত্যুদন্ড বহাল রেখেছে বাংলাদেশের হাইকোর্ট। মৃত্যুদন্ডরা সবাই ইসলামী জঙ্গী সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলাম বা হুজি’র সদস্য। রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী জানান, হাইকোর্ট রায়ে- ’জঙ্গীদের কোনক্রমেই আশ্রয়-প্রশ্রয় দেয়া যায় না’ মর্মে পর্যবেক্ষণ দিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:01:12 0:00


দুই হাজার সালের ২০ জুলাই গোপালগঞ্জের কোটালিপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। তখন তদন্তে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার জন্যই ওই বোমা পুঁতে রাখা হয়েছিল। ২০০১ সালের এপ্রিলে ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়। ২০১০ সালে দ্রুত নিষ্পত্তির জন্য মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো পরে ওই আদালতেই ২০১৭ সালের আগস্টে ১০ জন জঙ্গীর মৃত্যুদন্ড দেয়া হয়। পরে মামলাটি হাইকোর্টে আসে।

XS
SM
MD
LG