পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরিরের তিনজন নেতা যশোরে পুলিশের কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার কথা জানিয়েছেন। আত্মসমর্পণকারী তিনজন যশোরসহ ওই অঞ্চলের হিযবুত তাহরিরের নেতা বলে পুলিশের দাবি। এই তিনজনের অভিভাবকেরা আগে পুলিশের সাথে কথা বলে, পরে তাদের সন্তানদের পুলিশের কাছে নিয়ে আসেন। খুলনা বিভাগীয় পুলিশ প্রধান জানিয়েছেন, তাদের অপরাধের ধরন বিবেচনায় আইনি সহায়তা দেয়া হবে। বর্তমানে ওই তিনজন তরুণ পুলিশ হেফাজতে রয়েছেন। ইতোপূর্বে পুলিশের পক্ষ থেকে জঙ্গী সম্পৃক্ত কেউ যদি স্বাভাবিক জীবনে ফিরতে চায়, তাহলে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তার ঘোষণা দেয়া হয়েছিল।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।