অ্যাকসেসিবিলিটি লিংক

শান্তির নন্দিত দূত ১০বছর বয়সী হিকমাতুল্লাহ


আফগানিস্তানের বিস্ময় বালক, ১০ বছর বয়সী হিকমাতুল্লাহ তার মাকে যুদ্ধে হারাবার পর বিরল এক শান্তি আন্দোলনে যোগ দিয়েছে I এর সদস্যরা পাঁয়ে হেটে আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে শত শত কিলোমিটার পাড়ি দিয়ে শান্তির বাণী ছড়িয়ে দিচ্ছেন I হিকমাতুল্লাহ জানায় একটি মর্টার আমাদের বাড়িতে আঘাত করে আমার মা'র জীবন কেঁড়ে নিয়েছিল :সেই থেকেই আমি এই আন্দোলনে আমি শামিল হয়েছি I আমি চাইনা অন্যান্য শিশুদের মায়েরাও এমনিভাবে মৃত্যুবরণ করুক : আমি শান্তি চাই, আমি স্কুলে ফিরে যেতে চাই I

হিকমাতুল্লাহ কাবুল থেকে বাল্খ যাবার পথে একটি কুকুরকে খুঁজে পায়,সেই থেকে সেও তাদের সফরসঙ্গী I প্রথমে মনে হয়েছিল সে অন্যত্র কোথাও চলে যাবে, তবে সে যায় নি I আদর করে তার নাম দেয়া হয় "সারানা,"যার অর্থ পর্যবেক্ষক I এখন আমাদের সফরসঙ্গী "সারানা" সবারই দেখাশোনা করে I

XS
SM
MD
LG