অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় হিন্দুদের মন্দিরে অগ্নি সংযোগ 


কতিপয় ধর্মীয় নেতার উস্কানিতে এখানকার স্থানীয় লোকজন হিন্দুদের মন্দিরে আগুন ধরিয়ে দেয়I প্রত্যক্ষদর্শীরা জানান, কারাক শহরে ১০০০ লোকের একটি সমাবেশকে পুলিশ ভেঙে দেয়, তবে তারা তার আগেই মন্দিরের ক্ষতি সাধন করেI পরবর্তীতে সামাজিক মাধ্যমে একটি বড় গ্রূপকে মন্দিরের ওপর হামলা ও দেয়াল ভাঙতে দেখা যায়I পুলিশ আরো জানায়, জনতা নিকটবর্তী একজন হিন্দুর নির্মাণাধীন বাড়িও তছনছ করেI

স্থানীয় হিন্দু সম্প্রদায়, তাদের উপাসনালয়ের সুবিধা বৃদ্ধির জন্য প্রশাসনের কাছে দাবি জানালে, স্থানীয় ধর্মীয় নেতারা, তার বিরোধিতা করেন এবং জনতাকে শতাব্দীর পুরোনো মন্দিরটি অপসারণের লক্ষ্যে জনগণকে সংঘবদ্ধ করেনI

পাকিস্তানের মানবাধিকার মন্ত্রী, শিরিন মাজারি এই হামলার নিন্দা জানিয়েছেন এবং অপরাধীদের শাস্তি দিতে কর্তৃপক্ষের প্রতি আবেদন জানানI

XS
SM
MD
LG