অ্যাকসেসিবিলিটি লিংক

সংখ্যালঘুদের ওপর নির্যাতন-হত্যা চালানোর দায়ে কেউ শাস্তি পায়নি – রানা দাশ গুপ্ত


Chittaranjan Arya, a Hindu priest of a temple of goddess Kali in Meherpara village of Narsingdi district, Bangladesh, lies on bed after being hacked by unidentified assailants, Aug. 23, 2016. (P. Chandra/VOA)
Chittaranjan Arya, a Hindu priest of a temple of goddess Kali in Meherpara village of Narsingdi district, Bangladesh, lies on bed after being hacked by unidentified assailants, Aug. 23, 2016. (P. Chandra/VOA)

বাংলাদেশের রংপুরের একটি গ্রামে সম্প্রতি হিন্দুদের ওপর হামলার ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, সেখানে পুলিশের সংখ্যা কম থাকায় হামলা প্রতিরোধ করা যায়নি। এর প্রতিক্রিয়ায় হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশ গুপ্ত ভয়েস অফ আমেরিকাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বলেছেন, হামলার পরিকল্পনা কয়েকদিন আগে থেকেই করা হয়েছিল। প্রশাসনের সদিচ্ছা থাকলে হামলা ঠেকানো যেতো। তিনি আরো বলেন ২০১১ সালের পর এ নাগাদ বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর যতো নির্যাতন-হত্যা চালানো হয়েছে, তার একটিরও বিচারে কেউ শাস্তি পায়নি। এই পরিস্থিতিতে আগামী নির্বাচনের পর কি হবে, তা নিয়েও তিনি আশংকা প্রকাশ করেন।

সাক্ষাৎকার নিয়েছেন ভয়েস অফ আমেরিকার আহসানুল হক।

XS
SM
MD
LG