অ্যাকসেসিবিলিটি লিংক

জাপানে ভাব-গম্ভীর পরিবেশে পালিত হল হিরোশিমা দিবস


জাপানের মাস্ক পরিধানরত প্রধানমন্ত্রী, ইওশোহিদে সুগা হিরোশিমা'র নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাচ্ছেন, ৬ই অগাস্ট, ২০২১-এএফপি
জাপানের মাস্ক পরিধানরত প্রধানমন্ত্রী, ইওশোহিদে সুগা হিরোশিমা'র নিহতদের স্মরণে শ্রদ্ধা জানাচ্ছেন, ৬ই অগাস্ট, ২০২১-এএফপি


জাপান শুক্রবার বিশ্বের প্রথম পারমাণবিক বোমাহামলার ৭৬তম বার্ষিকী উদযাপন করে, তবে কিছুটা ভিন্নতর ভাবেI এবারের উদযাপন ছিল সীমিত আকারের । এ ব্যাপারে যাতে অলিম্পিক আয়োজকরা এক মিনিট নীরবতা পালনের আবেদন প্রত্যাখ্যান করলে, তাতে হতাশা ব্যক্ত করা হয়I

এ বছর হিরোশিমার বিয়োগাত্মক ঘটনার প্রধান অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হামলায় বেঁচে থাকা লোকজন, মৃতদের আত্মীয়-পরিজন .এবং হাতে গোনা কতিপয় বিদেশী গণ্য-মান্য বিশিষ্ট ব্যক্তি, যারা নিহত ও হামলায় আহতদের স্মরণে প্রার্থনায় শামিল হয়ে বিশ্বশান্তির জন্য আবেদন জানানI ভাইরাসজনিত উদ্বেগের কারণে জনগণকে এই অনুষ্ঠান পালন করা থেকে দূরে সরিয়ে রাখা হয় এবং ইন্টারনেট লাইভ ব্রডকাস্টের মাধ্যমে তা দেখানো হয়I

অংশগ্রহণকারীরা অনেকেই কালো পোশাক ও মাস্ক পরিধান করে সকাল ৮.১৫ মিনিটের প্রার্থনায় শামিল হয়েছিলেন, ঠিক যে সময়ে ৭৬ বছর আগে প্রথম পরমাণু বোমাটি ফেলা হয়েছিলI সেই হামলায় ১,৪০,০০০ লোকেরমৃত্যু হয় I এই হামলার ৩ দিন পরে নাগাসাকি শহরেও পরমাণু বোমা দিয়ে হামলা চালানো হয়I

(এএফপি)

XS
SM
MD
LG