অ্যাকসেসিবিলিটি লিংক

গুলশান হলি আর্টিজান রেস্তোরায় ভয়াবহ জঙ্গী হামলার ঘটনার খুব শিগগিরই চার্জশিট দেয়া সম্ভব হবে


গুলশান হলি আর্টিজান রেস্তোরায় ভয়াবহ জঙ্গী হামলার ঘটনা ঘটেছিল গত বছরের ১ জুলাই। ওই হামলার পর থেকেই দেশজুড়ে জঙ্গী বিরোধী অভিযান পরিচালনা করে আইন-শৃংখলা রক্ষাবাহিনী। বেশ কয়েকটি জঙ্গী আস্তানার সন্ধানও মেলে ওই সব অভিযানে। এ ধরনের ১৫টি অভিযানে কমপক্ষে ৬৫ জন জঙ্গী গত এক বছরে নিহত হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পুলিশ প্রধান।

গুলশান হামলার সাথে সম্পৃক্ত ও জড়িত নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবি এবং এদের থেকে বেরিয়ে যাওয়া নব্য জেএমবি’র ৫৭ জন নেতাকর্মী ওই সব অভিযানে নিহত হয়। তবে হলি আর্টিজান হামলার মামলার চার্জশিট এখনো দেয়া যায়নি। পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট জানিয়েছে, বিভিন্ন অভিযানে এই পর্যন্ত ওই হামলার ঘটনার সঙ্গে জড়িত মূল ব্যক্তিদের উল্লেখযোগ্য কয়েকজনসহ ৮ জন নিহত হয়েছে। ৪ জনকে আটক করা হয়েছে এবং ৫ জনকে পুলিশ খুজছে। বেশ কয়েকজনকে নজরদারীতেও রাখা হয়েছে। খুব শিগগিরই চার্জশিট দেয়া সম্ভব হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

please wait

No media source currently available

0:00 0:00:40 0:00

XS
SM
MD
LG