অ্যাকসেসিবিলিটি লিংক

হংকং এর নির্বাচনী কমিটি প্রথম মহিলা প্রধান নির্বাহী কর্মকর্তা বেছে নিয়েছে


হংকং, শহরের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ক্যারি ল্যামকে নির্বাচিত করেছে। তিনিই হবেন সেখানে প্রথম মহিলা যিনি ওই পদে অধিষ্ঠিত হলেন।

ল্যাম এর আগে হংকং এর প্রধান প্রশাসনিক সচিব ছিলেন। চীন ও তাঁর প্রার্থীত্ব সমর্থন করে।

যদিও জনমত সমীক্ষায় ল্যাম পিছিয়ে ছিলেন, তাঁর প্রধান দুই পুরুষ প্রতিদ্বন্দ্বির চাইতে তিনি অনেক ভাল করেছেন। তাঁর দুই পুরুষ প্রতিদ্বন্দ্বি হচ্ছেন সাবেক অর্থ মন্ত্রী John Tsang এবং অবসর প্রাপ্ত বিচারক Woo Kwok-hing। ল্যাম ৭৭৭টি ভোট পান। শহরের নির্বাচনী কমিটি যে ১২০০ ভোট দেয়, ল্যাম তার প্রায় ৭০ শতাংশ পেয়েছেন। ওই কমিটিতে বেজিং অনুগামীদের সংখ্যা বেশী।

XS
SM
MD
LG