অ্যাকসেসিবিলিটি লিংক

হংকংয়ের জনগণ যুক্তরাষ্ট্রে ৫ বছর থাকার বিশেষ পারমিট পাবেন 


সোমবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ তথাকথিত 'টেম্পোরারি প্রোটেক্টেড স্টেটাস' ভোট প্রয়োগ করে হংকংয়ের জনগণের জন্য ৫ বছরের অস্থায়ী অবস্থান মনজুর করেনI যার অর্থ, বাণিজ্যিক কেন্দ্রস্থল, হংকং থেকে তরুণ উদ্দ্যক্তারা এখন যুক্তরাষ্ট্রে অবস্থান ও ব্যবসা শুরু করতে পারবেন এবং তাদেরকে বহিস্কার করা যাবে নাI

নিউ জার্সির কংগ্রেসম্যান, টম মালিনোস্কি বলেন, চীনের কর্মকর্তাদের বিরুদ্ধে কতিপয় নিষেধাজ্ঞা আরোপের চাইতে যুক্তরাষ্ট্রের নেয়া, এই "উন্মুক্ত দুয়ার নীতি" হবে এক শক্তিশালী বার্তাI এটা এক বৃহৎ মানবিক পদক্ষেপ, বলা যেতে পারে চীন সরকারের দমন নীতি এড়াতে হংকংয়ের জনগণের জন্য এক সেরা পন্থাI

XS
SM
MD
LG