অ্যাকসেসিবিলিটি লিংক

একদা ব্যবসার শীর্ষ হাব এখন, কঠোর চীনা শৃঙ্খলে 


এক বছর আগে হংকংয়ের চিত্র ছিল ভিন্নতরI সেখানে গণতন্ত্রের দাবি এবং প্রতর্পন বিলের বিরোধিতা কোরে রাস্তায় রাস্তায় বিক্ষোভ ছিল প্রতিদিনের চিত্রI হংকংয়ের নগর নির্বাচনে গণতন্ত্র পন্থী শিবিরের জয় প্রত্যক্ষ করেছেন হংকংয়ের জনগণI প্রেসিডেন্ট ট্রাম্প, এমনকি,হংকংয়ের মানবাধিকার ও গণতন্ত্র আইনে স্বাক্ষর দিয়েছেনI

তারপর এলো, উহান থেকে বিচিত্র এক কালো ভাইরাস, তছনছ করে দিলো জনজীবন আর বিক্ষোভের ঢেউI হংকংয়ের জনগণ যেহেতু পূর্ববর্তী SARS মহামারী দেখেছেন, তাই তারা, তড়িৎ ব্যবস্থা, যেমন, মাস্ক পরা এবং ঘরে থাকার অভ্যাস শুরু করেনI তাদের আন্দোলনে ভাটা পরে I

প্রতিবাদ-মিছিল, বিক্ষোভ-সভা স্তিমিত হলে, সেই নীরবতার সুযোগ নেয় চীনের কমিউনিস্ট পার্টিI আন্দোলনকারীদের স্তব্ধ করে দিতে চীন সরকার, হংকংয়ের আন্দোলনকারীদের ওপর বিশেষ কড়া নিরাপত্তা আইন জারি এবং গণতন্ত্রপন্থী সক্রিয়বাদীদের গ্রেফতার করে I

সাময়িকভাবে অবসান হয় হংকংয়ের গণতান্ত্রিক আন্দোলনের, শুরু হয় চীনা কমিউনিস্ট পার্টির শাসনI

XS
SM
MD
LG