হংকংয়ে ৫ মাস আগে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হবার পর প্রথমবারের মতো স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে I হংকংয়ের জনগণ প্রতিবাদ-বিক্ষোভের মুখে তাদের মতামত ব্যক্ত করতে দীর্ঘ লাইন ধরে ভোট দেবার জন্য প্রতীক্ষা করেন I ভোটাররা জানান, আন্দোলনের স্বপক্ষে তাদের মতামত এই নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হবে I তাই তারা বড় ধরণের এক পরিবর্তন আশা করছেন I