হংকংয়ের বেজিং সমর্থক নেত্রী ক্যারী ল্যাম বিচারার্থে মূল চীন ভূখন্ডের কাছে প্রত্যর্পন সম্পর্কীত বিতর্কিত আইনকে কেন্দ্র করে সৃষ্ট রাজনৈতিক সংকট ও অসন্তোষ পরিস্থিতির জন্যে ক্ষমা প্রার্থনা করেছেন। তবে,বিতর্কিত ঐ আইন প্রস্তাবটির ব্যাপারে তাঁর গৃহিত কাজকর্ম-তৎপরতার জন্যে তাঁকে তাঁর পদ ছেড়ে সরে দাঁড়াতে হবে বলে প্রতিবাদীদের যে দাবি সে দাবীর কাছে নতি স্বীকার তিনি করেননি।
ল্যাম সাংবাদিকদের বলেন, আইন প্রস্তাবটির মেয়াদ আসছে বছর জুলাইয়ে উত্তীর্ণ হওয়া অবধি এ নিয়ে আর কিছু করা হবেনা। তবে সেই একই সঙ্গে তিনি এও বলেছেন যে , তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়া অবধি বাদবাকি কাজকর্ম তিনি শেষ করে যেতেই চান। বলেন, আমি শুনেছি আপনাদের বক্তব্য স্পষ্ট ও পরিস্কার শুনেছি। ল্যাম বলেন, ঐ আইন প্রস্তাব কেন্দ্রীক অধিকাংশের জন্যেই ব্যক্তিগতভাবে তিনি দায় দায়িত্ব স্বীকার করছেন। বলেন, হংকংয়ের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। ঐ আইন প্রস্তাটির বিরুদ্ধে রুখে দাঁড়ান যাঁরা, এমাসে বারবারই তাঁরা হংকংয়ে প্রতিবাদ সমাবেশে জমায়েত হন সংগঠকেরা বলছেন, রবিবারদিন জমায়েত হয়েছিলেন বিশ লক্ষ মানুষ।
যুক্তরাষ্ট্র ইতিমধ্যে, গতকাল সোমবার প্রতিবাদ-বিক্ষোভকারিদের প্রতি নতুন দফায় সমর্থনের কথা পূনর্ব্যক্ত করেছে।