অ্যাকসেসিবিলিটি লিংক

তাইওয়ানের কর্মকর্তাদের কাছে নিজেকে সমর্পণ করতে প্রস্তুত রয়েছেন চ্যাং


শনিবার হংকং এর প্রধান নির্বাহী, ক্যারি ল্যাম বলেন, যেই সন্দেহভাজন হত্যাকারীর কারণে হংকং এ প্রত্যর্পণ আইন নিয়ে এত সহিংস আন্দোলনের আবির্ভাব হল, এবং যেই আইন ল্যাম প্রত্যাহার করবেন বলেছেন, সেই ব্যক্তি তাইওয়ানের কর্মকর্তাদের কাছে নিজেকে সমর্পণ করতে প্রস্তুত রয়েছেন।ল্যাম জানান, চ্যাং টং কাই তাকে লেখেন যে তিনি আত্মসমর্পণ করতে রাজি। খুনের মামালার সঙ্গে জড়িত থাকার কারণে তিনি আত্মসমর্পণ করছেন।

তাইওানে বান্ধবীকে খুন করার অভিযোগ আনা হয় চ্যাং এর বিরুদ্ধে। খুনের পর হংকং এ পালিয়ে আসলে তাকে অর্থ পাচারের অভিযোগে আটক করা হয়। তবে এই মামলাতে তাকে খুব শিগগিরই ছেড়ে দেওয়ার কথা রয়েছে।

হং কং এ টানা ২০ সপ্তাহ ধরে সরকার বিরোধী আন্দোলন চলছে। আন্দোলনকারীরা জানিয়েছে তাদের পাঁচ দফা দাবী পুরন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। ওদিকে ল্যাম বলেছেন আন্দোলনকারীদের কোন ছাড় দেয়া হবে না।

XS
SM
MD
LG