অ্যাকসেসিবিলিটি লিংক

হংকং এর ছাত্রছাত্রীরা মরিয়া হয়ে উঠেছে


মঙ্গলবার হংকং ইউনিভার্সিটির ভেতরে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ঘেরাও করে রাখে পুলিশ। এর মধ্যে কিছু সংখ্যক ছাত্রছাত্রী পুলিশকে ফাঁকি দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। ভয়েস অফ আমেরিকার ক্যান্টোনিয বিভাগের প্রতিবেদক আইরিস টং ছাত্রছাত্রীদের সঙ্গে হংকং পলিটেকনিক ইউনিভার্সিটির ভেতরে ছিলেন। তিনি পরিস্থিতির বর্ণনা করে বলেন ছাত্রছাত্রীরা মরিয়া হয়ে ওঠে এবং দুই কিশোর আত্মহত্যার হুমকি পর্যন্ত দেয়। তিনি বলেন, এক কিশোর ধারালো ছুরি দিয়ে নিজের গলায় আঘাত করার চেষ্টা করে। কিন্তু অন্যান্য মানুষ তাকে নিবৃত করে।রবিবার থেকে পুলিশ আন্দোলনকারীদের তাদের ঘরে বানানো অস্ত্র ফেলে দিতে নির্দেশ দেয় এবং একটি বিশেষ পথ দিয়ে ক্যাম্পাস ত্যাগ করতে বলে। ধারণা করা হচ্ছে ঐ ছাত্রছাত্রিদের বিরুদ্ধে দাঙ্গা সম্পর্কিত মামলা করা হতে পারে। মঙ্গলবার স্থানীয় কর্মকর্তা এবং কমিউনিটি নেতাদের সঙ্গে আলোচনার ফলশ্রুতিতে কয়েকশো ছাত্র ছাত্রী স্কুল ত্যাগ করতে রাজী হয়। আরও বেশ কিছু ছাত্রছাত্রী দড়ি বেয়ে ইউনিভার্সিটি ভবন থেকে নেমে দাঁড়িয়ে থাকা মোটরবাইকে চড়ে পুলিশের নিরাপত্তা বেষ্টনী ভেদ করে পালিয়ে যায়। যারা পালিয়ে যাবার চেষ্টা করে তাদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস য় রাবার বুলেট নিক্ষেপ করে।

ওদিকে, হংকং এর নির্বাহী পরিচালক ক্যারি ল্যাম এই অচলাবস্থা নিয়ে উদ্বেগ প্রুকাশ করেন এবং খুব শিগ্রহি শান্তিপূর্ণ সমাধানের আশা করেন।

XS
SM
MD
LG