অ্যাকসেসিবিলিটি লিংক

হংকং এর বিক্ষোভকারীরা সরকারী ভবন দখলের হুমকি দিয়েছে


হংকং এর প্রতিবাদকারীরা সরকার বিরোধী বিক্ষোভের কবলে পড়া শহরে তাদের ঝুকিঁপূর্ণ দাবি বৃদ্ধি করছে এবং সতর্ক করে দিয়েছে যে চীনা অঞ্চলের প্রধান নির্বাহী পদত্যাগ না করলে তারা সরকারী ভবনগুলো দখল করে নেবে।

বুধবার বিক্ষোভকারীরা এই চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়ে বলেছে যে বেইজিং পন্থি প্রধান নির্বাহী লিউং চুন ইংগকে বৃহস্পতিবার দিন শেষ হবার আগেই পদত্যাগ করতে হবে নইলে তারা ভবনগুলোতে জোর করে প্রবেশ করবে। বৃহস্পতিবার ভোর পর্যন্ত এটা পরিস্কার হয়নি যে এই হুমকির ব্যাপারে বিভিন্ন প্রতিবাদী গোষ্ঠিগুলো সম্পুর্ণ এক মত কী না।

এই পরিস্থিতি আরও অস্পষ্ট কারণ খবর পাওয়া যাচ্ছে যে প্রধান নির্বাহী লিউং বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগের বিরোধী। এ রকম খবর পাওয়া যাচ্ছে যে লিউং হয়ত আর কোন রকম সহিংসতা ছাড়াই প্রতিবাদ থিতিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে পারেন।

লিউং এরই মধ্যে পদত্যাগ করতে এবং বিক্ষোভকারীদের নেতাদের সঙ্গে দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন । বিক্ষোভকারীরা ২০১৭ সালে লিউং এর স্থলাভিষিক্ত ব্যক্তির নির্বাচনে প্রার্থীদের চূড়ান্ত বাছাই করা ও বাদ দেয়ার ব্যাপারে বেইজিং সরকারের পরিকল্পনা বাতিল করার দাবি করছে।

XS
SM
MD
LG