অ্যাকসেসিবিলিটি লিংক

মঙ্গলগ্রহের অভিযানে সংযুক্ত আরব আমিরাতের প্রথম মিশন  


দৃশ্যতঃ তেলের ওপর নির্ভরশীলতা কমাতে এবং বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষতা বাড়াতে ইউনাইটেড আরব এমিরেটস সোমবার ভোরের দিকে মহাকাশে তাদের প্রথম মঙ্গলগ্রহের মিশন পাঠালো I "HOPE PROBE" নামের মহাকাশ মিশনটি জাপানের টানেগাশিমা স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয় I ৭ মাসের মিশনে "PROBE "টি আবহাওয়া সম্পর্কিত ডাটা পাঠাবে I ১৪ই জুলাই যানটির উৎক্ষেপণ নির্ধারিত ছিল, তবে খারাপ আবহাওয়ার কারণে তা বিলম্বিত হয় I

বর্তমানে মঙ্গলগ্রহের অভিযানে সর্বমোট ৮টি মিশন সক্রিয় রয়েছে; তবে আরব বিশ্ব থেকে এটাই প্রথম কোন মঙ্গলগ্রহ অভিযান I

XS
SM
MD
LG