অ্যাকসেসিবিলিটি লিংক

১০ মিনিটে রুটিসহ ৬১টি হটডগ খেয়ে চেষ্টনাট চ্যাম্পিয়ন


নিউইয়র্ক বার্ষিক ফোর্থ অব জুলাই হট ডগ খাওয়ার প্রতিযোগিতায় শুক্রবার জোয়ি জ’স চেষ্টনাট অষ্টমবারের ন্যায় বিজয়ী হয়েছেন। কোনি আইল্যান্ডে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৩০ বছর বয়সী চেষ্টনাট ১০ মিনিটে বানসহ ৬১টি হটডগ খান।

গতবারের চেয়ে ৮টি হটডগ কম খেয়েও চেষ্টনাট এবারকার প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান পাওয়া ম্যাট ষ্টোনির চেয়ে ৫টি হটডগ বেশী খান।

এদিকে মেয়েদের বিভাগে গতবারের চ্যাম্পিয়ন ৪৬ বছর বয়সী সনিয়া থমাস ২৮ বছর বয়সী মিকি সুদোরকাছে পরাজিত হন।

XS
SM
MD
LG