রবিবার ইয়েমেনের সামরিক সূত্রে বলা হয়েছে, যে, মধ্যাঞ্চলীয় ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ড্রোন হামলায় ৮০জনের অধিক ইয়েমেনি সেনা নিহত ও বহু সেনা সদস্য আহত হয়েছে I কয়েক মাস ব্যাপী পরিস্থিতি শান্ত থাকবার পর, ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা রাজধানী সানা'র ১৭০ কিলোমিটার পূর্বে মাৰিব প্রদেশে সামরিক শিবিরে হামলা চালালে একটি মসজিদ ক্ষতিগ্রস্ত হয় I
ইয়েমেনের প্রেসিডেন্ট, আবেদ রাব্বো মানসুর হাদি মসজিদের এই কাপুরোষিত ও সন্ত্রাসীর হামলার নিন্দা জানিয়েছেন I