অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা স্থানান্তরের সরকারী পরিকল্পনার সাথে দ্বিমত জাতীয় মানবাধিকার কমিশনের


বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠান জাতীয় মানবাধিকার কমিশন, বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গাদের নোয়াখালীর হাতিয়ার দুর্গম জনবসতিহীন ঠেংগার চরে স্থানান্তরের সরকারী পরিকল্পনার সাথে দ্বিমত পোষণ করেছে।

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান এবং কমিশনের অন্য কয়েকজন সদস্য শনিবার কক্সবাজার শহর থেকে দূরের তিনটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এসময় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক সাংবাদিকদের বলেন, "রোহিঙ্গা আশ্রয় গ্রহণকারীদের প্রতি মানবাধিকার বজায় রাখতে হবে। রোহিঙ্গা আশ্রয় গ্রহণকারীদের এমন কোনো স্থানে স্থানান্তর করা উচিত হবে না-যাতে তারা কিনা সমুদ্রের জলদস্যুদের হাতে পড়তে পারেন অথবা বন্যা-জলোচ্ছাসে ভেসে যান।"
এদিকে, আন্তর্জাতিক রেডক্রসও সম্প্রতি রোহিঙ্গাদের স্থানান্তরের বাংলাদেশ সরকারের পরিকল্পনার সাথে দ্বিমত পোষন করেছে। ঢাকা থেকে আমীর খসরু।

XS
SM
MD
LG