যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মত প্রকাশের স্বাধীনতাকে সুরক্ষা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
সংস্থাটি এক বিবৃতিতে বাংলাদেশে সংবাদ মাধ্যমের স্বাধীনতা হুমকিতে রয়েছে বলে উল্লেখ করে বলেছে বাক এবং গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারার পরিবর্তন করে যে নতুন ডিজিটাল নিরাপত্তা আইন প্রস্তাব করা হয়েছে তা আরও কঠোর। বিবৃতিতে বলা হয় সরকার এবং রাজনৈতিক নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদ মাধ্যম এবং ব্লগে সমালোচনা করায় বহু লোককে গত ৫ বছরে ৫৭ ধারায় গ্রেফতার করা হয়েছে।
এতে বলা হয় বিদ্যমান ৫৭ ধারা এবং প্রস্তাবিত আইন নিয়ে সাংবাদিকরা ইতিমধ্যেই তাঁদের গভীর উদ্বেগ প্রকাশ করেছেন । সংস্থাটি ৫৭ ধারার বাতিলের পাশাপাশি প্রস্তাবিত আইনে বাক এবং সংবাদ মাধ্যমের স্বাধীনতা খর্বকারি সকল ধারা পরিহার করার জন্য সরকারেরে প্রতি আহ্বান জানিয়েছে।