অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার গুচ্ছ বোমা ব্যবহার নিন্দনীয়: হিউমান রাইটস ওয়াচ


একটি মানবাধিকার গোষ্ঠি বলছে যে এ রকম প্রমাণ রয়েছে যে সিরিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে এবং গোটা দেশের জনবহুল এলাকায় ক্লাস্টার বম্ব বা গুচ্ছ বোমা ব্যবহার করছে। হিউমান রাইটস ওয়াচের অস্ত্র বিষয়ক পরিচালক স্টিভ গুজ বলছেন যে সিরিয়া যে তার অসামরিক নাগরিকদের অগ্রাহ্য করে তার প্রমাণ হচ্ছে তার বিমান হামলা।

গুজ সিরিয়াকে এমন সব অস্ত্রের বেপরোয়া ব্যবহার অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন যে সব অস্ত্র হত্যা এবং মানুষকে পঙ্গু করে দিতে পারে।

এই অধিকার গোষ্ঠিটি বলছে যে গত সপ্তায় ইন্টরনেটে পোস্ট করা ভিডিওতে সিরিয়া জুড়ে বিভিন্ন শহরে , এখন ও বিস্ফোরিত হয়নি এমন গুচ্ছ বোমা দেখা গেছে।

গোষ্ঠিটি বলছে যে ঐ ভিডিওতে দেখা যাচ্ছে যে লোকজন এ ধরণের অস্ত্র নিয়ে ঘোরাফেরা করছে এবং তা দিয়ে মাটিতে আঘাত করছে।

হিউমান রাইটস ওয়াচ আল জাজিরা এবং আল আরাবিয়ার মতো টেলিভিশন , যা কী না সিরিয়ায় দেখানো হয় , সেখানে জনগণকে সাজ সরঞ্জাম বহন করার ব্যাপারে জনগণকে সতর্ক করে দিতে বলেছে।
XS
SM
MD
LG