অ্যাকসেসিবিলিটি লিংক

HUAWEI 'র সঙ্গে প্রকল্পে যুক্ত হচ্ছে না ক্যালিফর্নিয়া বিশ্ব-বিদ্যালয়


বিশ্বের অন্যতম প্রধান গবেষণা বিশ্ব-বিদ্যালয়, UNIVERSITY OF CALIFORNIA ,BERKLEY চীনা টেলি-কমিউনিকেশন সংস্থা, HUAWEI 'র সাথে গবেষণা প্রকল্পে কাজ না করার কথা জানিয়ে দিয়েছে I যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ চীনা সংস্থাটির বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ আনার পর, বিশ্ব-বিদ্যালয় এই ঘোষণা দেয় I চীনা সংস্থাটির বিরুদ্ধে বাণিজ্যিক গোপনতা, বিচারে বাঁধা প্রদান ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে I HUAWEI 'র আর্থিক নির্বাহী এবং সংস্থাটির প্রতিষ্ঠাতার বোন, MENG WANZHOU বর্তমানে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ভঙ্গ করে ইরানের কাছে যুক্তরাষ্টের কতিপয় নিষিদ্ধ দ্রব্যাদি বিক্রয়ের দায়ে কানাডায় আটক রয়েছেন I

তাই স্বভাবতই প্রশ্ন জেগেছে "চীনের সঙ্গে বর্তমান বাণিজ্য বিরোধ নিষ্পত্তির জন্যই কি তাঁকে আটক করা হয়েছে ?"

XS
SM
MD
LG