জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার সাইয়েদ রাদ আল হোসেইন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির ব্যাপারে বাংলাদেশ সরকারকে অধিকতর মনোযোগী হওয়া ও সতর্কতা অবলম্বনের আহবান জানিয়েছেন।
মানবাধিকার পরিস্থিতির গভীর পর্যবেক্ষণ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন উচিত হবে না বলে তিনি অভিমত ব্যক্ত করেছেন। তিনি সোমবার জেনেভায় মানবাধিকার সংক্রান্ত জাতিসংঘের এক বিশেষ অধিবেশনে একথা বলেন।
ঢাকা থেকে আমীর খসরু