অ্যাকসেসিবিলিটি লিংক

হিউমান রাইটস ওয়াচের রিপোর্টঃ বৈরুত বিস্ফোরণের জন্য দায়ী লেবাননের শীর্ষ কর্মকর্তারা


বিস্ফোরণের দৃশ্য
ফাইল ফটো
বিস্ফোরণের দৃশ্য ফাইল ফটো

হিউমান রাইটস ওয়াচ জাতিসংঘকে এই বিস্ফোরণ সম্পর্কে তদন্ত শুরু করার আহ্বান করেছে কারণ তাদের প্রতিবেদন এই উপসংহার টেনেছে যে তত্বাবধায়ক প্রধানমন্ত্রী হাসান দিয়াব এবং রাষ্ট্রের নিরাপত্তা প্রধান টনি সালিবা সহ একাধিক লেবাননী কর্তৃপক্ষ , লেবাননের আইন অনুযায়ী অবহেলা জনিত যে অপরাধ করেছেন সে ব্যাপারে প্রমাণ আছে।

লেবাননের কয়েকজন শীর্ষ কর্মকর্তা বৈরুত বন্দরে প্রচন্ড বিস্ফোরণমুলক দ্রব্য মওজুদ রাখার ঝুঁকি সম্পর্কে আগেই জানতেন বলে হিউমান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে মঙ্গলবার জানানো হয়। বৈরুত বন্দরে গত বছরের ঐ বিস্ফোরণে অনেকেই প্রাণ হারান।

বৈরুত শহরের একেবারে কেন্দ্রস্থলে, বৈরুত বন্দরে দায়িত্বজ্ঞানহীন ভাবে ২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মওজুদ রাখা হয়েছিল। গত বছর ৪ঠা আগস্ট তা বিস্ফোরিত হবার এক বছর পর এই প্রতিবেদনটি প্রকাশ করা হলো। ঐ বিস্ফোরণে ২১৪ জন প্রাণ হারায় , আহত হয় আরও কয়েক হাজার লোক এবং রাজধানীর একটি বিরাট অংশ বিধ্বস্ত হয়।

হিউমান রাইটস ওয়াচ জাতিসংঘকে এই বিস্ফোরণ সম্পর্কে তদন্ত শুরু করার আহ্বান করেছে কারণ তাদের প্রতিবেদন এই উপসংহার টেনেছে যে তত্বাবধায়ক প্রধানমন্ত্রী হাসান দিয়াব এবং রাষ্ট্রের নিরাপত্তা প্রধান টনি সালিবা সহ একাধিক লেবাননী কর্তৃপক্ষ , লেবাননের আইন অনুযায়ী অবহেলা জনিত যে অপরাধ করেছেন সে ব্যাপারে প্রমাণ আছে।

গোষ্ঠিটি এ সব কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে এবং বলছে যে এরা এখন চলমান তদন্তে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী দিয়াবের কোন তাত্ক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি তবে সালিবা বলেছেন তার দপ্তর কর্মকর্তাদের সতর্ক করে আইনি প্রতিবেদন সহ আইনসঙ্গত ভাবে যতটুকু করা যায় তার সবই করেছে। অন্যান্য কর্মকর্তারা বলেছেন তাঁরা ঐ বন্দর থেকে রাসায়নিক পদার্থ সরানোর চেষ্টা করেননি কারণ সেটি তাঁদের এখতিয়ারে ছিল না।

XS
SM
MD
LG