অ্যাকসেসিবিলিটি লিংক

হুমায়ুন আহমেদের চিরবিদায়


বৃহস্পতিবার রাত ১১টা ২৪ মিনিটে ক্যান্সার চিকিৎসাধীন অবস্থায় তিনি নিউইয়র্কের বেলভ্যু হাসপাতালে মৃত্যুবরণ করেন । জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এমএ মোমেন বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন কথাশিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেন। বাংলাসাহিত্যের জনপ্রিয় এই কথাশিল্পীর বয়স হয়েছিল ৬৪ বছর।তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন বাংলাদেশের রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা , বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াসহ বিভিন্ন নের্তৃবৃন্দ এবং অসংখ্য ভক্ত পাঠক পাঠিকা।

এ দিকে ভয়েস অফ আমেরিকার রোকেয়া হায়দারকে দেওয়া এক সাক্ষাৎকারে পশ্চিম বাংলার প্রখ্যাত ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায় হুমায়ুন আহমেদকে জনপ্রিয়তার মাপকাঠিতে শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের সঙ্গে তুলনা করেছেন।
XS
SM
MD
LG