অ্যাকসেসিবিলিটি লিংক

তালিবান শাসনের প্রতিবাদে কাবুলে বিক্ষোভ


 পাকিস্তানের দূতাবাসের কাছে পাকিস্তান বিরোধী স্লোগান দিচ্ছেন আফগানিস্তানের মহিলারা, ৭ই সেপ্টেম্বর, ২০২১/ছবি /হোসাঙ্গ হাশিমি/এএফপি
পাকিস্তানের দূতাবাসের কাছে পাকিস্তান বিরোধী স্লোগান দিচ্ছেন আফগানিস্তানের মহিলারা, ৭ই সেপ্টেম্বর, ২০২১/ছবি /হোসাঙ্গ হাশিমি/এএফপি

কয়েক ডজন মহিলা সহ শত শত প্রতিবাদকারী, মঙ্গলবার তালিবান শাসনের বিরুদ্ধে প্রতিবাদ ও তাদের কথায় পাকিস্তানের এতে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে কাবুলের রাস্তায় বিক্ষোভ করেন II

স্থানীয় মাধ্যম এবং সামাজিক মাধ্যমে প্রচারিতএবং মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায় যে, তালিবান সদস্যরা কয়েকটি গ্ৰুপকে রাস্তায় প্রতিবাদ জানাতে অনুমতি দেয়, তবে দুটি এলাকায় তারা আকাশে হুঁশিয়ারি গুলি নিক্ষেপ করে I

কালো পোশাক পরা কয়েকজন লোক, কাবুলে পাকিস্তান দূতাবাসের বাইরে জড়ো হওয়া, শত শত প্রতিবাদকারীকে ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে I একটি ঘটনায় বিস্ফোরণের শব্দ এতটাই দীর্ঘ ছিল, যে সেগুলিকে আতশবাজির প্রদর্শনী বলে মনে হয়েছেI আফগান টেলিভিশন ফুটেজে জনগণকে ছোটাছুটি করে আশ্রয় নিতে দেখা যায় র

বিবিসির সেকান্দার কিরমানি, এমনি একটি প্রতিবাদ থেকে জানান, পুলিশের গাড়িতে চড়ে তালিবান সদস্যরা প্রথমে প্রতিবাদকারীদের পাশে পাশে চলছিল এবং বিক্ষোভ প্রদর্শনে বাধা দেয় নি I পরে তারা হুঁশিয়ারি গুলি ছোড়ে এবং পরে বিবিসির কর্মী এবং অন্যান্য সাংবাদিককে আরো কোন ছবি ধারণ করতে দেয় নিI

স্থানীয় মাধ্যমগুলি জানায়, তালিবান সদস্যরা ১৪ জন সাংবাদিককে কয়েক ঘন্টা ধরে আটক রাখেI স্থানীয়"টোলো " সংবাদ নেটওয়ার্ক'র ওয়াহিদ আহমাদিসহ কয়েকজন সাংবাদিককে পরে তারা মুক্তি দেয় এবং তাদের যন্ত্রপাতি ফেরত দেয়া হয়I

৭ই সেপ্টেম্বর, কাবুলে আফগান দূতাবাসের কাছে পাকিস্তান বিরোধী বিক্ষোভের সময় মহিলারা আফগানিস্তানের জাতীয় পতাকা বহন করে স্লোগান দিচ্ছিলেনI তাদের বহন করা ব্যানারে লেখা ছিল "পাকিস্তান পাকিস্তান, আফগানিস্তান ছেড়ে চলে যাও "I

কাবুল নিউজ টিভি'র মতে, তাদের অন্যতম চিত্রগ্রাহক, নাজিম সুলতানি চোট পান এবং সংবাদদাতা ইমরান ফাজিলি তালিবানের প্রহারে আহত হয়েছেনI

XS
SM
MD
LG