বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র জানিয়েছে, ঘূর্ণিঝড় ডরিয়ান ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে।ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দিনের মধ্যে আরও শক্তি সঞ্চার করে বড় ঘূর্ণিঝড়ে রুপান্তরিত হয়ে, বাহামা দীপপুঞ্জের এর উত্তরে এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের দিকে আঘাত হানবে।আবহাওয়াবিদদের ধারণা শনিবার বিকেল নাগাদ বাহামা দীপপুঞ্জের উত্তরে এবং রবিবার অথবা সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে আঘাত হানতে পারে।
ফ্লোরিডার গভর্নর রন ডেসানটিস এরই মধ্যে ঘূর্ণিঝড় পরবর্তী দুর্যোগ মোকাবেলার জন্য জরুরী অবস্থা ঘোষণা করেছেন। পূর্ব উপকুলের বাসিন্দাদের সাতদিনের পর্যাপ্ত প্রয়োজনীয় সামগ্রী ঘরে মজুদ রাখার পরামর্শ দিয়েছেন ডেসানটিস। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘূর্ণিঝড় বিষয়ে অবহিত করেছেন এবং ফ্লোরিডা রাজ্যকে কেন্দ্রীয় সরকার সর্বাত্মক সাহায্য করবে বলে আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
প্রেসিডেন্ট ট্রাম্প বৃহস্পতিবার এক টুইট বার্তায় ফ্লোরিডা বাসিদের ঘূর্ণিঝড় মোকাবেলা করতে প্রস্তুত হতে বলেন। তিনি লেখেন, রবিবার বিকেল নাগাদ এই ঘূর্ণিঝড় আঘাত হানবে। রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে চলতে অনুরোধ জানান ট্রাম্প।ঘূর্ণিঝড় ডরিয়ানের কারণে পুয়ের্টো রিকোর দুটি দ্বীপে বন্যা দেখা দিয়েছে। সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।