অ্যাকসেসিবিলিটি লিংক

ঘূর্ণিঝড় গ্রেইস মেক্সিকোর উপকুলে আঘাত হেনেছে


ঘূর্ণিঝড় গ্রেইসের আঘাতে বিধ্বস্ত মেক্সিকোর উপকূলীয় এলাকা, ২১শে অগাস্ট, ২০২১ -এপি
ঘূর্ণিঝড় গ্রেইসের আঘাতে বিধ্বস্ত মেক্সিকোর উপকূলীয় এলাকা, ২১শে অগাস্ট, ২০২১ -এপি

মেক্সিকো কর্তৃপক্ষ বলছে, ঘূর্ণিঝড় গ্রেইস-এর ভারী বর্ষণে সৃষ্ট ব্যাপক বন্যা ও ভুমিধ্বসে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে I এই ঘূর্ণিঝড়টি ছিল সাম্প্রতিক বছরগুলিতে দেশটির উপকূলে আঘাত হানা অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড়I

৩ ক্যাটাগরির ঘূর্ণিঝড় গ্রেইসের বাতাসের সর্বোচ্চ গতি ছিল ঘন্টায় ১২৫ মাইল, যখন ভোরের দিকে ঘূর্ণিঝড়টি ভেরাক্রুজ রাজ্যের অবকাশ শহর, টেকোলুতলার কাছে উপকূলে আঘাত হানেI

রাজ্য সরকার জানায়, এক পরিবারের ৬জন সদস্যসহ ৮ জনের মৃত্যু হয়েছেI সরকার থেকে জানানো হয়, একজন ছাড়া সবাই রাজধানী জালাপাতে মারা যানI এছাড়াও ভুমিধ্বসে একটি বাড়ি ধ্বসে পড়লে একটি ছোট মেয়ের মৃত্যু হয়I

ভেরাক্রুজের গভর্নর সংবাদ সম্মেলনে জানান, "জরুরি অবস্থা এখনো শেষ হয় নি"।

XS
SM
MD
LG