অ্যাকসেসিবিলিটি লিংক

'আইডা' ঘূর্ণিঝড় এখন গ্রীস্মমন্ডলীয় ঝড়ে রূপ নিয়েছে


ঘূর্ণিঝড় আইডা'র তোড়ে প্লাবিত নিউ অরলিন্স শহরের উপকূল, ২৯শে অগাস্ট, ২০২১ - এপি
ঘূর্ণিঝড় আইডা'র তোড়ে প্লাবিত নিউ অরলিন্স শহরের উপকূল, ২৯শে অগাস্ট, ২০২১ - এপি

.
ঘূর্ণিঝড় 'আইডা' বর্তমানে শক্তি হারিয়ে গ্রীস্মমন্ডলীয় ঝড়ে রূপ নিয়েছে, তবে নিউ অরলিন্স ও নিকটবর্তী এলাকায় এখনো তা শক্তিশালীI জাতীয় হারিকেন সেন্টার জানায়, ঘূর্ণিঝড় 'আইডা' দক্ষিণ পূর্বাঞ্চলীয় লুইজিয়ানা ও দক্ষিণাঞ্চলীয় মিসিসিপিতে নতুন করে বন্যা, সাগর জলের ভয়ংকর উচ্চতা বৃদ্ধি এবং ক্ষতিকারক বাতাসের বেগের জন্য দায়ীI

নিউ অরলিন্স এলাকায় বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত 'এন্টারজি' কোম্পানি, রবিবার এক বিবৃতিতে জানায় , প্রলয়ংকারী 'আইডা' ঘূর্ণিঝড়ের দাপটে নিউ অরলিন্স এলাকায় বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত ৮টি ট্রান্সমিশন এখন অচলI তবে, আমরা এর সমাধান খুঁজছি, সন্ধ্যা নাগাদ আশা করি, বিদ্যুৎ সরবরাহ চালু করা হবেI

এই বিদ্যুৎ বিভ্রাট, মিসিসিপির বহু এলাকা প্রভাবিত করেছেI লুইজিয়ানা ও মিসিসিপি মধ্যবর্তী এলাকার ১০ লক্ষের বেশি লোক বিদ্যুৎবিহীন রয়েছেনI

সোমবার ভোরে, নিউ অরলিন্স জরুরি কমিউনিকেশন সেন্টার টুইটার মারফত জানায়, যে শহরের 9-1-1 জরুরি লাইন একেজো হয়ে রয়েছেI টুইটারে বক্তব্য এমন ছিল, " এই মুহূর্তে 9-1-1 জরুরি লাইনে যান্ত্রিক গোলযোগ রয়েছেI কোনো জরুরি অবস্থায়, দয়া করে আপনারা নিকটবর্তী ফায়ার স্টেশনে, অথবা নিকটবর্তী অফিসারের কাছে যাবেনI এই সমস্যা সমাধানের পর, পরবর্তী অবস্থা সম্পর্কে জানানো হবে"I

XS
SM
MD
LG