অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটন: ইরানের ঘটনাপ্রবাহ এবং সংশ্লিষ্ট বিষয়াদি


ইরানের সেনাধিনায়ক কাসেম সোলাইমানির নিহত হওয়ার ঘটনা এবং সংশ্লিষ্ট পূর্বাপর ঘটনাপ্রবাহের পর আজ অবধি যখন কিনা- বৃটেন, ফ্রান্স ও জার্মানী ঘোষনা করেছে- ইরান এই যে ২০১৫ সালের পারমানবিক চুক্তি হতে হঠে গেল এতে করে তাদের এখন আর কোন গত্যন্তর রইলো না বিষয়টি ঐ রফার আওতাধীন বিরোধ-নিস্পত্তি প্রক্রিয়ায় উপস্থাপন করা ছাড়া। এদিকে, ইসরাইলী সেনাবাহিনীর গোয়োন্দা বিভাগ বলছে, ইরানের কাছে পর্যাপ্ত পরিমাণ পরিশোধিত ইউরেনিয়াম থাকবে যাতে এ বছরের শেষ নাগাদই দেশটি একটি পরমাণু বোমা তৈরি করতে পারবে। অন্যদিকে, ইরান ইউক্রেনিয়ান এয়ার লাইন্সের বিমান ভূপতিত করার কারণে সেখানে যে প্রতিবাদ বিক্ষোভ দেখা দেয় তারপর গতকাল ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন।

এই বাস্তবতায় আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়- "ইরানের ঘটনাপ্রবাহ এবং সংশ্লিষ্ট বিষয়াদি"। অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মহসীন, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর শাহাব এনাম খান এবং নিউইয়র্ক থেকে লং আইল্যান্ড ইউনিভার্সিটির অর্থনীতির অধ্যাপক ডক্টর শওকাত আলী। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন সরকার কবীরুদ্দীন।

please wait

No media source currently available

0:00 0:41:32 0:00


XS
SM
MD
LG