অ্যাকসেসিবিলিটি লিংক

মাদ্রাসা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নৈতিক অবক্ষয়: বর্তমান সময়ের এক বড় চ্যালেঞ্জ


আজ আমাদের এই কল ইন শোর বিষয়- "মাদ্রাসা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নৈতিক অবক্ষয়: বর্তমান সময়ের এক বড় চ্যালেঞ্জ"। আমাদের অতিথি প্যানেলে ছিলেন ঢাকা থেকে অ্যাডভোকেট ও নারী সক্রিয়বাদী অ্যাডভোকেট দিলরুবা শারমিন, ঢাকা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রশিদ এবং টরেন্টো থেকে ছিলেন Muslims Reform Movement ‘এর প্রতিষ্ঠাতা সদস্য এবং কোরানের আলোকে শারিয়া আইন পর্যেবক্ষক হাসান মাহমুদ।

আমরা সকলেই জানি যে অতি সম্প্রতি ফেনীর সোনাগাজি মাদ্রাসায় যৌন নিপীড়নের শিকার নুসরাত জাহান রাফিকে, প্রতিবাদ করার অপরাধে পুড়িয়ে হত্যা করা হলো। এই নির্মম হত্যাকান্ড ধর্ম শিক্ষার এই প্রতিষ্ঠানটিকে কলুষিত করলো। কিন্তু কেবল ইসলাম নয়, অন্যান্য ধর্ম প্রতিষ্ঠানগুলোতেই এই ধরণের ঘটনার কথা জানি, কাশির মতো পবিত্র স্থানেও আমরা সেবাদাসীদের কথা শুনেছি, গির্জার যাজকদের সমকামিতা সর্বজনবিদিত হয়ে উঠছে। আর শুধু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানইবা কেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের ঘটনা ঘটে থাকছে। ঢাকার একটি অভিজাত কলেজের ছাত্রী যৌন নির্যাতনের শিকার হয়েছিল বলে অভিযোগ আছে এক বছরের কম সময় আগে। আজকের আলোচনায় আমার এই চ্যালেঞ্জের স্বরূপ এবং চ্যালেঞ্জ মোকাবিলার সম্ভাব্য উপায় নিয়ে কথা বলবো আপনাদের জিজ্ঞাসা আর আমাদের জবাবের মধ্য দিয়ে। অনুষ্ঠানিট সঞ্চালন করছেন আনিস আহমেদ।

XS
SM
MD
LG