প্রতিটি নতুন বছরই আমাদের মনে প্রত্যাশার জন্ম দেয় এবং বিগত বছরের ত্রুটি-বিচ্যূতি , ভুল ভ্রান্তি থেকে আমরা বেরিয়ে আসবার চেষ্টা করি। আবার এ কথাও সত্যি যে সময় গণনার এই হিসেবটি আমাদের নিজেদেরই তৈরি। কাজেই ২০১৭ আর ২০১৮ সালের বিষয়গুলো যে বিচ্ছিন্ন বা ইংরেজিতে যাকে বলে water tight compartment এ বিভক্ত তেমন কিন্তু নয়, তাই স্বভাবতই আগেকার ঘটনা প্রবহমান থাকে পরের বছরেও। ২০১৭ সাল ছিল বাংলাদেশ কিংবা ভারতের যেমন গোটা বিশ্বেই একটি ঘটনাবহুল বছর। তারই প্রেক্ষাপটে আজ প্রশ্নোত্তরের মধ্য দিয়ে আমরা জেনে নেব ২০১৮ সালের প্রত্যাশা ও প্রত্যয় এবং আশা পুরণের প্রতিবন্ধকতাগুলো।
আজ আমাদের সঙ্গে প্যানেল সদস্য হিসেবে টেলিসম্মিলনী লাইনে যোগ দিয়েছিলেন ইলিনয় স্টেট ইউনাভার্সিটির পলিটিক্স এন্ড গভর্ণমেন্ট বিভাগের অধ্যাপক, লেখক ও গবেষক ড. আলী রীয়াজ; কলকাতা বিশ্ববিদ্যায় অন্তর্ভুক্ত সুরেন্দ্রনাথ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপিকা সংঘমিত্রা সরকার এবং বাংলাদেশ গবেষনা উন্নয়ন ইনস্টিটিউটের সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন্ আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন আনিস আহমেদ।