অ্যাকসেসিবিলিটি লিংক

আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়: ইরানের পারমানবিক কার্যক্রম


আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়: ইরানের পারমানবিক কার্যক্রম
আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয়: ইরানের পারমানবিক কার্যক্রম

আমাদের আজকের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে দু’জন অতিথি ছিলেন। তারা হলেন ড: রলিন মাইনুদ্দীন এবং ড: সাইদ ইফতেখার আহমেদ।

ড: রলিন মাইনুদ্দীন নর্থ ক্যারোলাইনা রাজ্যের’র চ্যাপেল হিলে নর্থ ক্যারোলাইনা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অ্যাসোশিয়েট প্রফেসর।

আমাদের আরেকজন অতিথি ড: সাইদ ইফতেখার আহমেদ একজন রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে একজন বিশেষজ্ঞ। নর্থার্ন অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করতেন।

শ্রোতারা ইরানের পারমানবিক কার্যক্রম বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে লোকজন প্রশ্ন করেন।

অনুষ্ঠান পরিচালনা করেন শাগুফতা নাসরিন কুইন।

XS
SM
MD
LG