অ্যাকসেসিবিলিটি লিংক

হ্যালো ওয়াশিংটন: 'বাংলাদেশের ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট'


‘বাংলাদেশের ২০১৭-১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট’ - এটাই আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয়। আজকের অতিথি উত্তরদাতাদের প্যানেলে ছিলেন ঢাকা থেকে বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশের সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রফেসার হোসেন জিল্লুর রহমান এবং গবেষনা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ- সিপিডি'র নির্বাহি পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। সঞ্চালনায় ছিলেন সরকার কবীরূদ্দীন।

অতিথি উত্তরদাতারা আমাদের শ্রোতাদের প্রশ্ন/মন্তব্যের জবাব দেবেন আজকের অনুষ্ঠানে। আর হ্যাঁ এ অনুষ্ঠানে শ্রোতাদের বা উত্তর দাতাদের মন্তব্য-বক্তব্য সবই তাঁদের নিজস্ব মতামত, ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর তার দায়দায়িত্ব বর্তাবে না। আর এ অনুষ্ঠানের লক্ষ্য জ্ঞানানূশীলন, খবরাখবর জানা, তথ্য সংগ্রহ, বিশেষ কোন দেশ-কাল-সমাজ-পাত্র বা ঘটনার প্রতি অঙ্গূলী নির্দেশ নয়, বুদ্ধিদৃপ্ত আলোচনাই কাম্য।

আজকের হ্যালো ওয়াশিংটনে প্রশ্ন/মন্তব্য করেছেন:

(১)কল করেছেন নিউইয়র্ক থেকে ফ্রিলান্স সাংবাদিক মইনুদ্দীন নাসের।

(২) কল করছেন বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত শাহানা নাসের।

(৩)নিউইয়র্কের টাইম টিভির স্বত্বাধিকারি-সি ই ও এবং নিউইয়র্কের বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের।

এ সপ্তাহের হ্যালো ওয়াশিংটন আমাদের ওয়েব সাইটেও শোনা যাবে। আমাদের ওয়েব সাইট www.voanews.com/Bangla/hello Washington .

please wait

No media source currently available

0:00 0:44:28 0:00

XS
SM
MD
LG