পশ্চিমবঙ্গ থেকে সপ্তদশ লোকসভা নির্বাচনে প্রার্থী হবার সম্ভাবনা দেখা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আজ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে প্রধানমন্ত্রী মোদীর সভার পরই এমনই সম্ভাবনা দেখা দিয়েছে বলে খবর।
বিজেপি সূত্রের খবর, রাজ্যের বাকি আসনগুলির মধ্যে কোনও একটিতে প্রার্থী হওয়ার জন্য নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি।
প্রসঙ্গত বলা যেতে পারে এ রাজ্যে এখনো পর্যন্ত তিন দফায় মোট ৩৯টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। রাজ্যে লোকসভা আসন মোট ৪২টি। অর্থাৎ, আরো ৩টি আসনে প্রার্থী ঘোষণা এখনো বাকি রয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি'র।