অ্যাকসেসিবিলিটি লিংক

মহারাষ্ট্রে মাওবাদী হামলায় ১০জন পুলিশ নিহত


ভারতে মহারাষ্ট্রের গাডচিরোলি জেলায় মাওবাদী হামলায় ১০জন পুলিশ নিহত হয়েছেন।

সংবাদ সংস্থার খবর বিস্ফোরণের সময় গাড়িতে ছিলেন পুলিশের কুইক রেসপন্স দলের ১৬জন কর্মী। কুড়খেডা থেকে যাচ্ছিলেন তারা। জাম্বোরখেডা ও লেন্ডহারির মাঝে ঘটে বিস্ফোরণ। বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১০জন পুলিশ কর্মীর।

এরপরই মাওবাদীদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। দু'পক্ষের মধ্যে চলে গুলির লড়াই।

এদিন ভারতীয় সময় সকালের দিকে রাস্তা নির্মাণের জন্য আনা ২৭টি মেশিন জ্বালিয়ে দেয় নকশালরা। গত ১১ই এপ্রিল আধা সেনা ও মাওবাদীদের গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল গাডচিরোলি।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00

XS
SM
MD
LG