অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা বিতাড়ন মানবতা বিরোধী অপরাধ বলে গণ্য হতে পারে


আন্তর্জাতিক অপরাধ আদালত আজ এ মর্মে রায় দিয়েছে যে মিয়ান্মার থেকে রোহিঙ্গা মৃসলিমদের গণহারে প্রতিবেশি বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য করাটামানবাতার বিরুদ্ধে সম্ভাব্য অপরাধ হিসেবে তদন্ত করার অধিকার তাদের আছে।

দ্য হেইগ ভিত্তিক আদালত বলেছে যে বাদি পক্ষের শীর্ষ কৌশলী এই রায়কে বিবেচনায় নিতে পারেন। বর্তমানে তিনি রোহিঙ্গা জনগোষ্ঠির বিরুদ্ধে অপরাধ সংঘটনের বিষয়ে প্রথমিক ভাবে খতিয়ে দেখছেন।

প্রধান আইনজীবি , ফাতু বেনসুদা এই মর্মে বিচারকদের মতামত চেয়েছিলেন যে দেশ থেকে তাড়িয়ে দেয়ার এই বিষয়টিকে তিনি মানবাধিকারের বিরুদ্ধে অপরাধ হিসেবে তদন্ত করে দেখবেন কীনা। বিচারকরা তখন এই রায় দেন। এই প্রাথমিক তদন্ত যক্তিসংগত সময়ে শেষ করতে হবে এবং এর লক্ষ্য হচ্ছে এটা নির্ণয় করা য যে পুর্ণ তদন্তের জন্য পর্যাপ্ত প্রমাণ আছে।

XS
SM
MD
LG