অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার ইদলিব প্রদেশে রুশ বিমান হামলা


বিদ্রোহীদের দখলিত উত্তরাঞ্চলীয় সিরিয়ার ইদলিব প্রদেশে রুশ বিমান বাহিনীর প্রচন্ড বিমান হামলার পর, শনিবার পরিস্থিতি কিছুটা শান্ত ছিল I এই এলাকার ভাগ্য নিয়ে কূটনৈতিক আলাপ-আলোচনা অব্যাহত রয়েছে I Syrian Observatory For Human Rights 'র Rami Abdel Rahman আরব সংবাদ মাধ্যমকে জানান, রুশ বাহিনীর প্রচন্ড হামলায় ৩০ জনের অধিক নিরীহ জনগণ প্রাণ হারান ; তবে মৃতের সংখ্যা আরো বাড়বে বলে অনুমান করা হচ্ছে I

White Helmets 'র উদ্ধারকারী সদস্যরা Urem Al Kubra শহরে ধ্বংসস্তূপ থেকে শিশুদের টেনে বার করেন I শহরের ধ্বংসস্তূপে ছিন্ন ভিন্ন মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় I

XS
SM
MD
LG