অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার গৃহহীন লক্ষ লক্ষ মানুষ আরো এক ঝুঁকির মুখে


উত্তর পশ্চিমাঞ্চলীয় সিরিয়ার বর্ধিত মানবিক বিপর্যয় এড়াতে যেসব জনগণ পালিয়ে বেড়াচ্ছেন তারা যেন মারণাত্মক করোনা ভাইরাসের ঝুঁকিতে না পড়েন, বহু দেশের স্বাস্থ্য কর্মকর্তারা তা নিশ্চিত করতে চাইছেন I জাতিসংঘ কর্মকর্তাদের অনুমান ইদলিব ও আলেপ্পো প্রদেশের বর্ধিত সংঘাতের কারণে গৃহহীন ৯,৪৮০০০ জনগণ আজ ভাইরাসের ঝুঁকিতে পড়তে পারেন I এই পরিস্থিতি তীব্রতর হয়েছে যখন জনগণ ছোট ছোট এলাকায় ছড়িয়ে ছিটিয়ে তীব্র শীতের মধ্যে গাছের নীচে, খোলা জায়গায় বা ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নীচে আশ্রয় নিয়েছেন I

বিশ্ব স্বাস্থ্য সংস্থার INAS HAMMAM বলেন, ক্যাম্প বা বেশি সংখ্যক মানুষের শহরগুলি এখন হামলার লক্ষবস্তু হয়ে দাঁড়িয়েছে I


XS
SM
MD
LG