জাতিসংঘের মহাসচিব, আন্তোনিও গুটেরেজ বুধবার গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যে, সিরিয়ার ইদলিব প্রদেশে বড় মাপের সামরিক অভিযান শুরু হলে সেখানে মানবিক বিপর্যয় নেমে আসতে পারে I সিরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে ১০ লক্ষেরঅধিক সহায়-সম্বলহীন জনগণসহ প্রায় ৩০ লক্ষ জনগণ সিরিয়ার এই উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশটিতে চরম আতঙ্ক ও দুর্দশায় জীবন যাপন করছেন I রুশ সমর্থিত বাসার সরকার, নুসরা ফ্রন্ট জঙ্গিদের কবল থেকে এলাকাটি মুক্ত করতে ইতিমধ্যেই রণকৌশল আরোপ করেছে I এ মাসেই ওই অঞ্চলে জঙ্গি বিমানের হামলা বৃদ্ধি করা হয়েছে এবং আশংকা বাড়ছে, যে, আলেপ্পো ও উত্তরাঞ্চলীয় গৌতার মতো সেখানেও এক মানবিক বিপর্যয় দেখা দিতে পারে I
মহাসচিব গুটেরেজ সিরিয়া সরকার ও বিবাদমান সকল পক্ষকে সংযম প্রদর্শনের এবং জনগণের জীবন রক্ষার প্রতি অগ্রাধিকার দিতে আকুল আবেদন জানিয়েছেন I