অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে ভুমিকম্পের জন্যে প্রস্তুতি নেয়া প্রয়োজন: অধ্যাপক ইমামুল হক


বাংলাদেশে ভুমিকম্পের জন্যে প্রস্তুতি নেয়া প্রয়োজন: অধ্যাপক ইমামুল হক
বাংলাদেশে ভুমিকম্পের জন্যে প্রস্তুতি নেয়া প্রয়োজন: অধ্যাপক ইমামুল হক

বাংলাদেশে বেশ কিছুদিন আগেও কয়েকটি মাঝারি এবং ছোট আকারের ভূকম্পন অনুভব করা গেছে এবং জনগণের মধ্যে এ নিয়ে এক ধরণের ভীতি ও দুশ্চিন্তা ও লক্ষ্য করা গেছে।

বাংলাদেশে ভুমিকম্পের জন্যে প্রস্তুতি নেয়া প্রয়োজন: অধ্যাপক ইমামুল হক
বাংলাদেশে ভুমিকম্পের জন্যে প্রস্তুতি নেয়া প্রয়োজন: অধ্যাপক ইমামুল হক

বাংলাদেশে ভুমিকম্পের আশংকা এবং এর প্রস্তুতি প্রসঙ্গে , ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইমামুল হক বলেন যে বাংলাদেশের মানুষের আতঙ্কগ্রস্ত হবার কোন কারণ নেই কিন্তু যেটা একান্ত দরকার সেটা হলো এ ধরণের দূর্যোগের জন্যে প্রস্তুতি গ্রহণ। অধ্যাপক ইমামুল হক, যিনি নিজে একজন ভূ-বিজ্ঞানি , বলেন যে বাংলাদেশ ভুমিকম্পমুক্ত এলাকা এ কথা মনে করার কোন কারণ নেই কারণ অতীতে এ দেশে ভুমিকম্প হবার ইতিহাস আছে। তিনি মনে করেন, অতএব, বাংলাদেশ ভুমিকম্পের আশংকা থেকে কোনক্রমেই মুক্ত নয়।

অধ্যাপক ইমামুল হক বলেন যে পুরোনো ঢাকার অনেক ঘরবাড়িই , চূন আর সুরকির তৈরি। সেগুলো যেমন ঝুকিবহুল , তেমনি নতুন ঢাকা থেকেও যারা ভবন নির্মাণের নিয়ম মেনে চলছেন না, তারা তাদের ঘর বাড়িকে ভুমিকম্পের ঝুকিঁর সম্মুখীন করছেন। BCSIR এর চেয়ারম্যান আরও বলেন যে সঠিক ভাবে মৃত্তিকা পরীক্ষা করে এবং ভবন নির্মাণের নীতমালাগুলো মান্য করে চলা প্রয়োজন। তিনি ভুমিকম্পের প্রস্তুতির জন্যে দূর্যোগ মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ট সবাইকে এ ব্যাপারে উদ্যোগি হবার আহ্বান জানিয়ে স্থানীয় পর্যায়ের নের্তৃত্বের সমন্বয়ে দূর্যোগ মোকাবিলা সেল গঠনের ও পরামর্শ দেন।

সংশ্লিষ্ট

XS
SM
MD
LG