নিউইয়র্কে এক বিচারক আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের সাবেক পরিচালক ডমিনিক স্ট্রাউস কানকে জামিন ছাড়া মুক্তি দেন। তাকে আর গৃহবন্দী থাকতে হবেনা। তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ রয়েছে। শুক্রবার বিচারকের এই সিদ্ধান্তের আগে, অভিশংশকরা অভিযোগকারীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে প্রশ্ন তোলেন। কোন অভিযোগ প্রত্যাহার করা হয়নি। অভিশংশকরা বলেছেন তারা তদন্ত অব্যাহত রাখবেন। ফরাসী ওই রাজনীতিককে মে মাসে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় যে তিনি ৩২ বছর বয়ষ্কা হোটেলের এক পরিচারিকাকে ধর্ষণ করতে চেষ্টা করেন। নিউইয়র্ক টাইমস পত্রিকায় বলা হয় গিনি থেকে আগত ওই অভিবাসী, অভিশংশকদের কাছে ১৪ মে-র ওই ঘটনার সময় থেকেই মিথ্যা বলে আসছেন। ডমিনিক স্ট্রাউস কান সব অভিযোগে নিজেকে দোষী নন বলে বলেছেন।
আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের সাবেক পরিচালককে জামিন ছাড়া মুক্তি
