অ্যাকসেসিবিলিটি লিংক

বিশ্ব অর্থনীতিতে দুই হাজার দশ সালে প্রবৃদ্ধি বেড়েছে - আই এম এফ


আন্তর্জাতিক মূদ্রা ভাণ্ডার আই এম এফ মূল্যায়নে বলা হ’চ্ছে , আগে যেমনটি অনুমান করা হ’য়েছিলো দুই হাজার দশ সালের প্রবৃদ্ধি তার চেয়ে সামান্য কিছু দ্রুতগতি সম্পন্ন । বুধবার মুদ্রা ভাণ্ডার আই এম এফ প্রকাশিত world economic outlook-এ এই মূল্যায়ন সন্নিবেশিত রয়েছে । মূল্যায়নে বলা হ’য়েছে – সদ্য প্রাণস্পন্দনে জেগে ওঠা এবং বিত্তশালী দেশগুলোকে অর্থনীতির সংস্কার অতি অবশ্যই করতে হবে নতুবা অর্থনৈতিক সংকট মোকাবেলায় উদ্ধার পেতে ভঙ্গুর পুনরুদ্ধারের শিকার হতে হবে তাদের । আই এম এফ মূদ্রা বিনিময় হার আরো নমনীয় করবার জন্যেও নতুন প্রাণস্পন্দনে জেগে ওঠা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ।
এদিকে যুক্তরাষ্ট্রে ADB Employer Services বুধবার জানিয়েছে আগস্টে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নতুন ১০ হাজার কর্ম সংস্থান যুক্ত হ’য়েছিলো এবং তারপর সেপ্টেম্বরে পৌঁছিয়ে আবার ৩৯ হাজার কর্মসংস্থান ছাটাই হয়েছে । এই ADB সংস্থাই সারা দেশের লক্ষ লক্ষ মানুষের বেতনের হিসেব রাখে এবং ঐসব হিসেব থেকে পাওয়া তথ্য-পরিসংখ্যানের ভিত্তিতেই তাদের এই মূল্যায়ন ।

XS
SM
MD
LG