গ্রীস থেকে অবৈধ শরণার্থী বহনকারী নৌযান তুরষ্ক পৌঁছেছে। তাতে রয়েছেন বিভিন্ন দেশের মানুষ। গ্রীসসহ ইওরোপে এক হিসেব অনুযায়ী প্রায় আশি হাজার অনিয়মিত বাংলাদেশী আছেন। তাদের কেউ কেউ শংকিত তাদেরকেও ফেরত পাঠানো হতে পারে। বাংলাদেশের অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করে এমন একটি প্রতিষ্ঠান ওয়ার্বি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারপার্সন সৈয়দ সাইফুল হকের সাথে এ বিষয়ে কথা বলেন ভয়েস অব আমেরিকার আহসানুল হক।
শুনতে নিচে প্লে বাটনে ক্লিক করুন।