যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের পররাষ্ট্র বিষয়ক এক উপদেষ্টা, যিনি নিজে শুনেছেন যে রাজনৈতিক সাহায্যের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেন্সকিকে প্রতিপক্ষের বিরুদ্ধে তদন্ত করতে অনুরোধ করছেন প্রেসিডেন্ট ট্রাম্প, বৃহস্পতিবার সেই উপদেষ্টা অভিশংসন তদন্ত কমিটির কাছে সাক্ষ্য দেবেন। জেনিফার উয়িলিয়ামস অভিশংসন তদন্ত কমিটির সঙ্গে রুদ্ধদার বৈঠকের জন্য ক্যাপিটল হিলে পৌঁছেছেন। তদন্ত কমিটি জানার চেষ্টা করছে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স প্রেসিডেন্ট ট্রাম্পের এই প্রচেষ্টা সম্পর্কে কতটুকু জানতেন। ঠিক ঐ সময়টিতে প্রেসিডেন্ট ট্রাম্প কিয়েভ যে ৩৯ হাজার কোটি ডলারের সামরিক সাহায্য যুক্তরাষ্ট্রের কাছে চেয়েছিল তা সাময়িকভাবে আটকে রাখেন।
সেপ্টেম্বরের ১ তারিখে মাইক পেন্সের সঙ্গে প্রেসিডেন্ট যেলেন্সকির সামরিক সাহায্য নিয়ে যে বৈঠক হয় উয়িলিয়ামস সেখানে উপস্থিত ছিলেন। তবে পেন্সের সহায়তাকারীরা জানান, রাজনৈতিক সাহায্যের জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির যেলেন্সকিকে প্রতিপক্ষের বিরুদ্ধে তদন্ত করতে অনুরোধের এই উদ্বেগের বিষয়টি ভাইস প্রেসিডেন্ট জানতেন না।