ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ সোমবার, প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করেছে I উশৃংখল সমর্থকদের বিদ্রোহে উস্কানি দিয়ে অরাজকতা সৃষ্টির অভিযোগে তাঁর বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করা হয় I
প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়াদকাল শেষ হচ্ছে ২০শে জানুয়ারী দুপুরে I তবে ইমপিচমেন্ট প্রস্তাবে বলা হয়, জাতীয় নিরাপত্তা,গণতন্ত্র ও সংবিধানের জন্য তিনি এখন এক চরম হুমকি I মোট ২১৮ জন ডেমোক্র্যাটস প্রস্তাবে স্বাক্ষর করেন, তবে রিপাবলিকান দলের কেউই প্রস্তাবে স্বাক্ষর করেন নি I