অ্যাকসেসিবিলিটি লিংক

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে আজ পম্পেওর বৈঠক


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মাইকেল পম্পেও’র সঙ্গে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেছেন। ইসলামাবাদে ২০১৮ সালের ৫ই সেপ্টেম্বরের এক বৈঠকের কথা উল্লেখ করে পম্পেও যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যকার অভিন্ন বিষয়ে একত্রে কাজ করার উপর জোর দেন। আর এর মধ্যে রয়েছে আফগান শান্তি প্রক্রিয়ায় এবং সন্ত্রাস বিরোধীতায় পাকিস্তানের তাৎপর্যপূর্ণ ভূমিকা। পররাষ্ট্র মন্ত্রী পম্পেও এই আলোচনার সুযোগকে স্বাগত জানান যাতে বানিজ্যের সম্প্রসারণ এবং বিনিয়োগের সুযোগ সহ সব ধরণের সহযোগিতা আরও বৃদ্ধি পাবে ।

পম্পেও উগ্রবাদী সংগঠনগুলোকে পরাস্ত করাসহ অভিন্ন নিরাপত্তা বিষয়ক সহযোগিতার ব্যাপারে অগ্রগতি অব্যাহত থাকবে বলে আশা করেন।

XS
SM
MD
LG