অ্যাকসেসিবিলিটি লিংক

সিরিয়ার উত্তরাঞ্চলে গাড়ি বোমা বিস্ফোরণে লোকজন হতাহত 


তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রক বলছে যে তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার উত্তরাঞ্চলের একটি শহরে গাড়ি বোমা বিস্ফোরণে তিন জন অসামরিক লোক নিহত হয়েছে।

ব্রিটেন ভিত্তিক নজরদারি সংস্থা The Syrian Observatory for Human Rights তাল আবিয়াদ নামের ঐ শহরে মৃতের সংখ্যা নয় বলছে এবং বলেছে যে একই পরিবারের চারজন এতে প্রাণ হারায়।

মন্ত্রক বলছে যে শিল্প এলাকা সিনাতে বিস্ফোরণে ২০ জন আহত হয়েছে। তবে হতাহতের সংখ্যার এই তারতম্য তাৎক্ষণিকভাবে নিরসন করা সম্ভব হয়নি তবে Observatory বলছে আহতদের অনেকেরই অবস্থা অত্যন্ত সংকটজনক।

তুরস্কের সৈন্য এবং তুরস্ক সমর্থিত যোদ্ধারা সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে আক্রমণ অভিযানের অংশ হিসেবেই অক্টোবর মাসে কুর্দি নেতৃত্বাধীন যোদ্ধাদের কাছ থেকে আবিয়াদ দখল করে নেয়।

আজকের এই গাড়ি বোমা হামলার জন্য মন্ত্রক সিরীয় কুর্দি যোদ্ধাদের দায়ী করেছে। তাল আবিয়াদ শহরে এ নিয়ে তুতীয়বার এই হামলার ঘটনা ঘটলো যাতে অন্তত ২৪ জন প্রাণ হারিয়েছে।

XS
SM
MD
LG