অ্যাকসেসিবিলিটি লিংক

করোনাভাইরাস বিস্তার রোধে ফিলিপিন্স ৯৭৩১ জন বন্দির মুক্তি ঘোষণা করেন


বার্তা সংস্থা এএফপি‘র এক খবরে প্রকাশ ফিলিপিন্স তার কারাগারে করোনাভাইরাসের বিস্তার রোধের লক্ষ্যে প্রায় দশ হাজার বন্দিকে মুক্তি দিচ্ছে। আজ সংবাদদাতাদের সঙ্গে কথা বলার সময়ে সুপ্রিম কোর্টের সহযোগী বিচারক মারিও ভিক্টর লিওনেন বলেন যে যারা বিচারের অপেক্ষায় রয়েছে তাদেরকে মুক্তি দেয়ার ব্যাপারে নিম্ন আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থা নেয়া হয়েছে। ঐ বন্দিরা জামিনের ব্যবস্থা করতে সমর্থ হয়নি। লিওনেন বলেন আদালত এ ব্যাপারে অবগত আছে যে আমাদের জেলখানাগুলোতে বন্দিরা ঠাসাঠাসি করে থাকে । তিনি ৯৭৩১ জন বন্দির মুক্তির কথা ঘোষণা করেন।

ফিলিপিন্সের কোন কোন জনবহুল কারাগারে করোনাভাইরাসের সংক্রমণের খবর পা্ওয়া গেছে এবং এর ফলে বন্দি এবং কারাকর্মীদের উপর এর প্রভাব পড়েছে। ২০১৬ সালে প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানোর পর কারাগারে বন্দিদের ভিড় অত্যন্ত গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সে সময় হাজার হাজার লোককে কারাগারে পাঠানো হয়।

ফিলিপিন্স জানিয়েছে আজ পর্যন্ত সে দেশে করোনাভাইরাসে সনাক্ত রোগির সংখ্যা প্রায় নয় হাজার এবং প্রাণহানির সংখ্য ৬০৩।

XS
SM
MD
LG